হোম রাজনীতি তারেকের সিদ্ধান্তে চ্যালেঞ্জের মুখে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

তারেকের সিদ্ধান্তে চ্যালেঞ্জের মুখে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাপিয়ে দেয়া সিদ্ধান্তের কারণেই তার দল এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন বর্জন এবং নির্বাচন বানচালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত এবং বিদেশি প্রভুদের কথা শোনায় দলটির নেতৃত্বই এখন চ্যালেঞ্জের মুখে।’

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনি নাগরিকের বিপক্ষে অবস্থান নিয়েছে দলটি।’

মার্চে ইসলামিক জোট-ওআইসির সম্মেলনে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন