হোম খুলনাসাতক্ষীরা তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুহা : জিল্লুর রহমান, মোহিনী পারভীন ও বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন