স্টাফ রিপোর্টার:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এর আগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা শহরের ৬ কিলোমিটার সড়কে এ দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার ১২ থেকে ৪০ বছর বয়সী ৫’শতাধিক মানুষ অংশ নেন।
এসময়, সড়কের দুই ধারে দাঁড়িয়ে বিপুল সংখ্যক মানুষ উক্ত প্রতিযোগিতাটি উপভোগ করেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে এসময় থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি’র শিক্ষার্থীরা দায়িত্ব পালন করতে দেখা যায়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস) আমিনুর রহমান,সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আবুল হাশেম,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার যুবক নাহিদ হাসান প্রথম স্থান অর্জন করেন৷ এছাড়া কামালগর এলাকার যুবক মিলন ঢালী দ্বিতীয় এবং আমতলা এলাকার যুবক ইসান আলী তৃতীয় স্থান অর্জন করেন।