হোম খেলাধুলা তামিম, সাকিব, মুশফিকরা শুরুতেই বাদ পড়ত: সিডন্স

খেলাধূলা ডেস্ক :

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে এসব কথা জানান সিডন্স। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তামিম-সাকিব, মুশফিক, রিয়াদরাও ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিক ছিল না। আমরা চাইলেই তাদের যে কোনো সময় বাদ দিতে পারতাম। সাকিব যদি ভালো বোলার না হতো, সে ব্যাটার হিসেবে বাদ পড়তে পারত। পটেনশিয়াল ব্যাটার হলেও সে দুটাকেই ধরে রেখেছে।’

সিডন্স এসব কথা বলেছেন তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে। তার দৃষ্টিতে, বাংলাদেশে এখন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। ওদেরও সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের মতো সুযোগ দিতে হবে বলে মনে করেন ব্যাটিং কোচ। তার বক্তব্য, ‘আমরা সম্ভাব্য কিছু তারকা পেয়েছি, যাদের সুযোগ দেওয়া উচিত, উচিত ওদের নিয়ে কাজ করা। কোনো চাপ না দিয়ে ওদের সুযোগ দিতে হবে। তারা যে নতুন সাকিব-তামিম হবে তাতে আমার কোনো সন্দেহ নেই।’

সিডন্স মনে করেন, তরুণরা যতই খেলবে ততই ভালো করবে। তিনি বলেন, ‘আমি দুই ম্যাচে প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় দেখেছি; মিরাজ, আফিফ ও লিটন। ওরা মানসম্মত খেলোয়াড়, ক্লাসি ও শান্ত। যত খেলবে তারা ততই ভালো করবে। ধীরে ধীরে ওরা বড় ম্যাচগুলোতেও ভালো করবে।’

ক্যারিয়ারের শুরুতে উত্থান-পতনের মধ্যে দিয়ে যায় অনেক ক্রিকেটারের খেলোয়াড়ি জীবন। অনেকে থাকেন না সেরা ফর্মে কিংবা ফর্ম থাকলেও অভাব থাকে ধারাবাহিকতার। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরাও ক্যারিয়ারের শুরুতে অধারাবাহিক ছিলেন। ধারবাহিকতা বিবেচনা করলে তারা বাদ পড়ে যেতে পারতেন ক্যারিয়ারের শুরুর দিকেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন