স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। নিজেদের নবম ম্যাচে তামিম ইকবালের ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে ধুঁকতে থাকে আরিফুল হকের দল। ব্যাটারদের ব্যর্থতায় ১৮ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয় সিলেট।
দলের পক্ষে আহসান ভাট্টি করেন সর্বোচ্চ ২৯ বলে ২৮ রান। এছাড়া জাকের আলি অনিক করেন ১৯ বলে করেন ২৪ রান। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ৭ রান খরচায় নেন ৫ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বরিশাল। তাওহিদ হৃদয় ৭ বলে ৬ ও দাউদ মালান ৮ বলে ৯ রান করে আউট হন। তাদের বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তামিম। সিলেটের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বরিশাল। তামিম ৫১ বলে ৫২ ও মুশফিক ৩০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।