হোম খেলাধুলা তামিমের পর অনন্য মাইলফলক স্পর্শ মুশফিকের

তামিমের পর অনন্য মাইলফলক স্পর্শ মুশফিকের

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে তামিম ইকবালের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।

এদিন মাঠে নামার আগে মাইলফলক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। ১১৩ ম্যাচে ৩৮.১৫ গড়ে ফরচুন বরিশালের এ ব্যাটারের রান ছিল ২৯৭৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ বলে ৩৫ রানে অপরাজিত আছেন তিনি।

তাতে মুশফিক চলতি আসরের সর্বোচ্চ রান স্কোরার তালিকাতেও শীর্ষে উঠেছেন। ৩ ম্যাচে ১১৭ রান তুলে প্রথম স্থান দখলে নিয়েছিলেন নাজিবউল্লাহ জাদরান। প্রথম ম্যাচে ২৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রান করে তালিকার দুইয়ে ছিলেন মুশফিক।

এদিকে আগের দিনই বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ১৬ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। সব মিলিয়ে ৯২ ম্যাচে ৩৭.৮০ গড়ে তার রান ৩০২৪। ফলে আজ ৪৯ রান করতে পারলে তামিমকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের খ্যাতিটা নিজের দখলে নেবেন মুশফিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন