স্পোর্টস ডেস্ক:
হঠাৎ করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের একদিন পর অবসর ঘোষণা করেছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগে তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন তার সতীর্থরা। অনেকে বিষয়টিকে মেনে নিতে পারছেন না।
তামিমের অবসরের ঘোষণাকে বিশ্বাস করতে পারছেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। ফেসবুকে এক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। লিটন লেখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি। একসঙ্গে আমাদের অনেক স্মৃতি। বিশ্বাসই হচ্ছে না যে আপনি বাংলাদেশের হয়ে আর খেলবেন না। আপনাকে খুব করে মিস করব, ভাই। ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’
দেশের সেরা পেসার এখন তাসকিন আহমেদ। তামিমের বিদায়ে তিনিও আবেগাপ্লুত। ফেসবুকে এই পেসার লেখেছেন, ‘আপনার সঙ্গে মাঠ ও মাঠের বাইরে লম্বা একটা সময় কাটিয়েছি, অনেক স্মৃতি আছে আমাদের। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কারণ আপনি ভাই ও অধিনায়ক হিসেবে আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আপনাকে মিস করব, তামিম ভাই।’
তামিমের বিদায়ে খুবই অবাক হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফেসবুকে তিনি লেখেছেন, ‘খবরটা পেয়ে অবাক হয়েছি, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সমর্থন ও গাইডলাইনের জন্য আপনাকে আমি সব সময় মিস করব, তামিম ভাই।’
আরেক পেসার হাসান মাহমুদ লিখেছেন, ‘আপনার কাছ থেকে আমি অভিষেক ক্যাপ পেয়েছি। আপনার মতো বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ডের সঙ্গে খেলা শান্তির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপনার অবসরের ঘোষণা শুনে অনেক অবাক হয়েছি। কখনও ভাবিনি এত তাড়াতাড়ি আপনি অবসর নিয়ে ফেলবেন।’
তামিমের অবসরে এছাড়াও বার্তা দিয়েছেন শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়ররা।
