হোম এক্সক্লুসিভ তামিমের অবসর নিয়ে যা বললেন মাশরাফী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র তামিম ইকবালের অবসর নিয়ে তোলপাড় সারা ক্রিকেটবিশ্ব। তামিমের সতীর্থদের পাশাপাশি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। এবার তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন তামিম-মাশরাফি। একসঙ্গে অনেক ঐতিহাসিক জয়ের অংশ হয়েছেন তারা। মাঠের বাইরে তামিম-ম্যাশের সম্পর্ক আরও মধুর। রাতের পর রাত একসঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছেন এই তারকা যুগল। তাদের সম্পর্কের গভীরতা এমন যে, সিনিয়র ক্রিকেটার হয়েও মাশরাফির টি-২০ ক্রিকেটে বিদায়ের সময় তাকে কাঁধে নিয়ে ঘুরেছেন তামিম। গুঞ্জন আছে, মাশরাফীর পরে তামিমের ওয়ানডে অধিনায়ক হওয়াতে অবদান আছে ম্যাশেরও।

মাঠ এবং মাঠের বাইরের বন্ধু কিংবা ভাই তামিমের এমন আকস্মিক বিদায়ে চুপ থাকতে পারেননি ম্যাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের অবসর প্রসঙ্গে কথা বলেছেন, সাবেক অধিনায়ক। অবাক হলেও বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন মাশরাফী।

তামিমের সিদ্ধান্তকে সম্মান জানালেও বেশকিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফী। অসাধারণ ক্যারিয়ারের মালিক তামিম কেন ৩৪ বছরেই ক্রিকেট ছাড়ছেন সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ম্যাশ। শারীরিক সমস্যা নাকি বাইরের কোনো চাপের কারণে তামিম এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কিনা এমন প্রশ্নও তুলেছেন তিনি।

তামিমের অবসর প্রসঙ্গে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে মাশরাফী লিখেছেন, তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনও চাপ তোকে বাধ্য করেছে!

দীর্ঘদিনের ক্যারিয়ারে তামিমের সঙ্গে অনেক স্মৃতিচারণ করেছেন মাশরাফী। তামিমের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ম্যাচ এবং জাতীয় দলে তাদের কেমিস্ট্রি নিয়েও লিখেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে তার অবদান নিয়েও কথা বলেছেন তিনি। সাবেক সতীর্থকে জানিয়েছেন পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছাও।

মাশরাফী বলেন, তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত। তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে। তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।

এর আগে দুপুর দেড়টায় চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এদিন ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।

ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

তামিমের অবসরের বিষয়টা ছিল বেশ অপ্রত্যাশিত। অধিনায়কের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতেন না বোর্ডের তেমন কেউই। তাই তারকা ক্রিকেটারের অবসর ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিবি।এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৈঠক শেষে রাত ১১টায় তামিমের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে বিসিবির।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন