স্পোর্টস ডেস্ক:
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্ব। এ নিয়ে সরগরম ছিল ক্রিকেট পাড়া। অবসর ভেঙে ২২ গজে ফিরলেও তাকে ছাড়াই বৈশ্বিক মহারণে পাড়ি জমায় বাংলাদেশ। বিশ্বমঞ্চে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের পর টানা পাঁচ হার দেখেছে লাল-সবুজের সমর্থকরা।
সবশেষ শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও ৮৭ রানে পরাজয়ের স্বাদ নিয়েছে সাকিব বাহিনী। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব। সেখানে আবারও উঠে আসে তামিম ইকবাল ইস্যু।
দেশসেরা এ ওপেনার দলে না থাকায় তার অনুসারীদের প্রভাব কী দলের ওপর পড়েছে কি না, এ প্রশ্নের জবাবে সাকিবের ভাষ্য, ফেলতেই পারে। অস্বাভাবিক কিছু না। আসলে ব্যক্তির মনের ভেতর কী আছে, সেটা বলা মুশকিল। কিন্তু আপনি যেটা বলছেন, তার সঙ্গে দ্বিমত করি না। সেটি ফেলতেই পারে।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে ডাচরা। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪২ দশমিক ২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে ৮৭ রানের লজ্জার হারে সেমিফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল; সেটাও শেষ হয়ে গেল লাল-সবুজ দলের।