হোম এক্সক্লুসিভ তামিমকে সঙ্গে নিয়ে ঢাকায় নান্নু

স্পোর্টস ডেস্ক:

একদিন আগেই অবসরের ঘোষণা দেয়া তামিম ইকবালকে সঙ্গে নিয়ে শুক্রবার (৭ জুলাই) ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ধারণা করা হচ্ছে অবসরের বিষয়ে আলোচনা করতেই তারকা ক্রিকেটারকে ঢাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এদিন ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, ‘গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’

তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক ডেকে তামিমের অবসর প্রসঙ্গে আলোচনা করেছে বোর্ড। বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবসর ভেঙে দলে ফেরার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি। বোর্ড সভাপতির এই বক্তব্যের পরদিনই তারকা ক্রিকেটারকে নিয়ে ঢাকায় ফিরেছেন নান্নু।

ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। অবসরের ঘোষণার পরপরই তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন।’

তামিমের বিদায়ে বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে তারকা এই ক্রিকেটারের বিদায়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

তামিমের বিদায় মানতে পারেননি তার সাবেক-বর্তমান সতীর্থরা। অনেকেই আক্ষেপ জানিয়েছেন তারকা এই ক্রিকেটারের আকস্মিক অবসরে। অনেকে আবার জানিয়েছেন ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। শুধু সতীর্থরাই নন, তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন ভিনদেশি ক্রিকেটাররাও। সেই তালিকায় আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দেশটির টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন