স্পোর্টস ডেস্ক:
দুটি বড় টুর্নামেন্টের আগে আগে বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। ছোট ভাইয়ের এমন সিদ্ধান্তে নিজেকে গর্বিত মনে করছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল খান। ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৩ আগস্ট) নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। নেতৃত্ব ছাড়ার পেছনের কারণ হিসেবে তামিম উল্লেখ করেছেন বারবার ইনজুরিতে পড়ার কথা।
বিগত কয়েক বছর ধরে চোটে ভুগছেন তামিম। যে কারণে প্রায়ই জাতীয় দলের ম্যাচ মিস করছেন তিনি। অথচ তামিম দলের অধিনায়ক। এসব ভেবে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তামিমের এই সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে অ্যাখ্যায়িত করেছেন তার ভাই। ছোট ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে নাফিস ইকবাল এক স্ট্যাটাসে বলেন, ‘সাহসী সিদ্ধান্ত। (তোর) সব চিন্তা দেশ ও দলের জন্য। তুই আবার একবার আমাদের গর্বিত করলি, ভাই।’
তামিম সম্প্রতি পিঠের চোটে ভুগছেন। চোট নিয়েই তিনি খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে আর এমনটি করতে চান না। চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ড্যাশিং ওপেনার। তবে তামিম খেলবেন ওয়ানডে বিশ্বকাপে।