হোম খেলাধুলা তামিমকে নিয়ে এখনও আশা ছাড়ছেন না হাথুরুসিংহে

খেলাধূলা ডেস্ক:

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি আগামীকাল বুধবার (১৪ জুন) থেকে শুরু হচ্ছে। তবে আফগানদের বিপক্ষে দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তামিমের ব্যাপারে এখনও হাল ছাড়ছে না।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই অনুশীলন করছে বাংলাদেশ দল। দলের সঙ্গে কিছুটা সময় অনুশীলন করেছেন তামিম ইকবালও। গত রোববার (১১ জুন) ব্যাটিংয়ে ৩০ মিনিটের বেশি সময় দেননি এই ওপেনার।

এদিকে মঙ্গলবার (১৩ জুন) কোমরের ইনজুরি নিয়েই অনুশীলন করেছেন তামিম। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, অনুশীলনের পর বোঝা যাবে তামিমের অবস্থা। তখন তারা একটি সিদ্ধান্তে আসবে।

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘তামিম অনুশীলন করেছে। ফিল্ডিং ও ব্যাটিংও করেছে। কিছুটা অস্বস্তিবোধ করেছে। অনুশীলনের শেষে দেখা যাক কী হয়। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’

সোমবার (১২ জুন) লিটন দাসও তামিমের ইনজুরি নিয়ে কথা বলেছিলেন। তামিম টেস্টে খেলবেন কিনা এমন প্রশ্ন করা হলে লিটন বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।’

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে সাদা পোশাকের সে লড়াইয়ে রশিদ খানের বোলিং নৈপুণ্যে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার অবশ্য এ আফগান স্পিনার আছেন বিশ্রামে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন