হোম খেলাধুলা তামিমকে চারে খেলাবেন সিডন্স!

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত ওপেনিংয়ে ভরসার নাম তামিম ইকবাল। ১৫ বছরের ক্যারিয়ারে অনেক চরাই উতরাই পার করে জিতেছেন দেশসেরা ওপেনারের খেতাব। বিপরীতে এই সময়ে তার যোগ্য সঙ্গী হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি কেউ। অথচ সেই তামিমকেই কিনা চারে খেলাতে চান ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার আগে অবশ্য যোগ্য ওপেনারও খুঁজে পেতে চান তিনি।

গণমাধ্যমকে শনিবার (০৪ জুন) জেমি সিডন্স বলেন, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে।’

সিডন্স যোগ করেন, ‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।’

তামিমকে চারে খেলানোর প্রসঙ্গটা এসেছে অবশ্য লিটন দাসকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি খেলেছেন লো অর্ডারের ব্যাটার হয়ে। তার ৬-৭ নাম্বার পজিশনে ব্যাট করা নিয়ে সমালোচনা করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তাদের মতে লিটনকে প্রথমদিকে নামালে সে আরো বেশি রান করতে পারতো। সিডন্স অবশ্য মনে করছেন, নিজের জায়গাতেই ভালো করছেন লিটন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সে তো সবশেষ ম্যাচেও ছয়ে ব্যাট করল! সাতে তো ব্যাট করছে না। সে শীর্ষ ছয়ে উঠে এসেছে, যা পারফেক্ট।’

এর আগে লিটনও বলেছিলেন এ জায়গার পারফর্ম করতে তার সমস্যা হচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ফিফটির সঙ্গে সেঞ্চুরি হাঁকানোর পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি যে এই বছরে এত রান করলাম, কততে নেমে করেছি? আস্তে আস্তে আসছে তো সুযোগ, সামনেও আসবে। যখন বড় ভাইরা কেউ খেলবে না, তখন আমাকে সুযোগ দেয়া হবে। এখন আমি ওপরে যাওয়ার মত অবস্থা দেখছি না। এখন যেখানে আছি ভালো আছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন