হোম ফিচার তামাশার সংলাপে যাবে না বিএনপি: খন্দকার মোশাররফ

রাজনীতি ডেস্ক :

আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির সংলাপের সূচি থেকে এ তথ্য জানা গেছে।

তবে সংলাপে আমন্ত্রণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমন্ত্রণ জানাক বা না জানাক রাষ্ট্রপতির সঙ্গে কোনো সংলাপে বসবে না বিএনপি। দুই সপ্তাহ আগেই দলের স্থায়ী কমিটির বৈঠকে এটি নির্ধারিত হয়ে গেছে।

তিনি বলেন, তামাশার সংলাপে যাবে না বিএনপি।

তবে তিনি সংলাপের আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়ে কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণপত্র জানিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেছেন বলে খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন