স্টাফ রিপোর্টার :
তাবাসসুম ইসলাম সারাহ্ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে যশোর দাউদ পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সারাহ দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম ও আইরিন আক্তার দম্পত্তির ছোট মেয়ে। সে ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহন করে ব্যারিস্টার হতে চায়। সে ৫ শ্রেনী এবং ৮ম শ্রেনীতেও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছিল।
তাবাসসুম ইসলাম সারাহ লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম এ্যাকটিভিটিজে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। সে স্কুল পর্যায়ে টেবিল টেনিস, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, একক বক্তৃতা, ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল করেন ।
সারাহ তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্কুলের সকল শিক্ষক কর্মকর্তা- কর্মচারী ও প্রাইভেট টিউটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।