হোম রাজনীতি তাবলিগের বিরোধ মেটাতে আলোচনা করছে সরকার: ধর্মমন্ত্রী

তাবলিগের বিরোধ মেটাতে আলোচনা করছে সরকার: ধর্মমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

রাজনীতি ডেস্ক:

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে উভয়পক্ষের সঙ্গে সরকার আলোচনা করছে। আমার বিশ্বাস আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তাবলিগ জামাতের চিন্তা-চেতনা লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি খুশি করা। সেক্ষেত্রে কোনো ধরনের উশৃঙ্খল আচরণ বা অসৎ চিন্তা নিয়ে তাবলিগ জামাতের যারা দায়িত্বশীল আছেন তারা আসেন না। যারা জামাতে আসেন তারাও অসৎ চিন্তা করেন না।’

ধর্মমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মিটিং আছে। মিটিং শেষ করে আমরা উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসব। চেষ্টা করব, আল্লাহ পাকের ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ সমঝোতা হবে। আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অন্তত আল্লাহর কাছে যেন বলতে পারি, আমার ওপর দায়িত্ব আমি পালন করেছি।’

এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম, দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ ও মো. সায়েম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন