অনলাইন ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের অনেককেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতাল প্রাঙ্গণেও সংঘর্ষে জড়িয়েছেন এই দুই পক্ষ। এ অবস্থায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, টঙ্গী থেকে আহতদের ঢাকা মেডিক্যালে আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন।
হতাহতরা কোন পক্ষের, তা নির্ধারণে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের ভেতরেই কয়েক দফায় সংঘর্ষে জড়ান তাবলিগের এই দুই পক্ষের সমর্থকরা। পরে হাসপাতালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন।
সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ কর্মকর্তা।