খেলাধূলা ডেস্ক :
রোববার (১৫ মে) মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। প্রচণ্ড দাবদাহের মধ্যে মাঠের খেলায় আজ দুদলের খেলোয়াড়দেরই ঝরেছে ঘাম। তাই নির্ধারিত পানি পানের বিরতি বাদেও বারবার দিতে হয়েছে পানি পানের বিরতি। শুধু খেলোয়াড়রাই নন, পিপাসায় কাতর হয়েছেন খেলা দেখতে আসা দর্শকরাও। পানির জন্য তাদের হাহাকার চোখে পড়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। আর টাইগার ক্রিকেটাররাও দর্শকদের প্রতি নিজেদের মানবিক দায়বদ্ধতা থেকে পান করিয়েছেন পানি। স্টেডিয়ামে এমন দৃশ্য নজর কেড়েছে সবার।
রোববার চট্টগ্রামে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে তা অনুভূত হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের সমান। এমন গরমে ক্রিকেট খেলা যারপরনাই কষ্টসাধ্য। বারবার পানি পানের বিরতি ও সময় নিয়ে ওভার করতে দেখা গেছে বাংলাদেশের বোলারদের। শ্রীলঙ্কার ব্যাটাররাও ক্রাম্প থেকে বাঁচার জন্য পানি পান করছিলেন বারবার। যার কারণে দিনের নির্ধারিত ৯০ ওভার বোলিং করতে সময় লেগেছে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২৫ মিনিট বেশি।
খেলোয়াড়দেরই যে শুধু গরমের অস্বস্তিতে ভুগতে হয়েছে তা নয়, গ্যালারিতে দর্শকদেরও পুড়তে হয়েছে তাপদাহে। মাথার ওপরে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে ৯০ ওভার ক্রিকেট দেখা সহজ কাজ নয় মোটেই।
আর বাংলাদেশের খেলোয়াড়রা আজ এমন কিছু পিপাসাকাতর দর্শকদের দিকে পানির বোতল নিয়ে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন সবার।
ম্যাচের লাঞ্চ বিরতির পরের ঘটনা। ক্রিজে তখন জমে উঠেছে কুশল মেন্ডিস ও প্রথম দিনের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ সময়ে পানি পানের বিরতি দিলে পানির বোতল হাতে মাঠে প্রবেশ করেন বাংলাদেশ দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজারা। এ সময়ে তাদের কাছ থেকে পানির বোতল চাইলে তারা দর্শকদের লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এ সময়ে লং অনের বাউন্ডারিতে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কয়েক বোতল পানি নিয়ে সেদিকেই ছুটছিলেন শহিদুল ও রাজা। এ সময়ে সেদিকের গ্যালারি থেকে পানি চেয়ে আবদার করেন কয়েকজন পিপাসাকাতর দর্শক। তাদের নিরাশ না করে পানির বোতল দিয়ে সহায়তা করেন শহিদুল ও রাজা।
আবহাওয়াবিদরা বলছেন, চট্টগ্রামে এমন তাপ প্রবাহ চলবে আরও বেশ কয়েকদিন। টেস্টের দ্বিতীয় দিন সোমবারে হালকা ও ক্ষণস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাতে বরং গরম বাড়তে পারে আরও। তার মানে এই টেস্টে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ দলের লড়াই গরমের সঙ্গেও।
লড়াইটা খেলা দেখতে আসা গুটিকতক দর্শকেরও। এই গরমের সঙ্গে লড়াই করে প্রিয় টাইগারদের সমর্থন দিতে মাঠে থাকাটা সহজ হবে না মোটেও। তবে বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্সে অবশ্য দর্শকরা ভুলে যেতে পারেন এই শারীরিক কষ্টটুকু।