হোম আন্তর্জাতিক তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৫ মিনিটে দেশটির পূর্ব উপকূলে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে রাজধানী তাইপের ভবনগুলো কাঁপলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে, গত বছরের অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

এছাড়া দর্শনীয় পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন