হোম আন্তর্জাতিক তাইওয়ানের কাছে ৪৪০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানের কাছে আরও ৪৪০ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। ন্যাশন ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ জুন) নতুন করে তাইওয়ানের কাছে আরও ৪৪০ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, দুটি চুক্তির আওতায় এই যুদ্ধাস্ত্র সরবরাহ করা হবে। অস্ত্র পাওয়ার পর তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে।

সাম্প্রতিক মাসগুলোতে যখন চীন ও তাইওয়ানের মধ্যে সামরিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে ঠিক তখন যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিল। নতুন চুক্তি অনুযায়ী ৩৩২দশমিক ২ মিলিয়ন ডলারের গোলাবারুদ থাকবে। আর ১০৮ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম।

এদিকে, যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে কোনো ধরণের অস্ত্র বিক্রি না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। একইসঙ্গে অঞ্চলটির সঙ্গে সব সামরিক চুক্তি বাতিল করতে বলা হয়েছে।

বেইজিং বলেছে,তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি বন্ধ করুন এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বন্ধ করুন।

যদিও চীনের এমন হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানের সঙ্গে একের পর এক সামরিক চুক্তি করছে যুক্তরাষ্ট্র। এর আগে গত মার্চে তাইওয়ানের কাছে ৬১ কোটি ৯০ লাখ ডলারের এফ ১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। বিশ্বের বেশিরভাগ দেশ এই এক চীন নীতি মেনে চলে। যুক্তরাষ্ট্রও চীনের নীতির প্রতি অটুট থাকলেও তাইওয়ানের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে। কেননা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবেই দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাইওয়ান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন