হোম অন্যান্যসারাদেশ তরুণীসহ ৪ টিকটকারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্কঃ

ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ ‘টিকটক’ ফের খবরের শিরোনামে এলো। জানা গেছে, পাকিস্তানে এক তরুণীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। তারা হলেন মুসকান ও আমির। খবর ডনের।

গণমাধ্যমটি বলছে, আজ মঙ্গলবার ভোরে করাচির গার্ডেন এলাকায় আংক্লেসারিয়া হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। নিহত চারজনই টিকটক ভিডিও তৈরি করতেন এবং সোশ্যাল সাইটে বেশ সক্রিয় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল রাতে তরুণী মুসকান ফোন করে তার বন্ধু আমিরকে দেখা করতে বলেন। আমির একটি গাড়ি জোগাড় করে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রেহান ও সাজ্জাদকে নিয়ে যান। চারজনই রাতে শহরে ঘুরে বেড়ান এবং সে সময় আমির ও মুসকান টিকটক ভিডিও তৈরি করেন।

 

পরে ভোর পাঁচটার দিকে আংক্লেসারিয়া হাসপাতালের কাছে তাদের ওপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হামলা চালায়। চারজনের মাঝে মুসকানকে গাড়ির ভেতরেই গুলি করা হয়। বাকি তিনজনকে গাড়ির বাইরে গুলি করে মারে দুর্বৃত্তরা। গোলাগুলি থামলে চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন