হোম খেলাধুলা তরুণদের প্রতিভায় ভরসা দেখাচ্ছেন সিডন্স

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটীয় শক্তি যে বড় দলগুলোর মতো নয় সেটা হয়তো স্বীকার করে নেবেন যে কেউ। তবে এ দেশে কিছু মেধাবী তরুণ আছেন, যাদের দেখে ভরসা পাচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তারা যত খেলবে, ততই ভালো করবে বলে অভিমত তার।

বাংলাদেশ দলের উঠতি তারকাদের মধ্যে অন্যতম আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়রা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারে লিটন, তামিম, মুশফিক, সাকিব, ইয়াসির ও মাহমুদউল্লাদের ব্যর্থতার পর মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন মিলে গড়েন ১৭৪ রানের জুটি।

শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয়ও নিশ্চিত করেন তারা। অপরাজিত আফিফ শেষ পর্যন্ত ১১৫ বলে করেন ৯৩ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছয়ের মার। অন্যদিকে মিরাজ ১২০ বলে ৮১ রানের ইনিংসে খেলেছেন ৯টি চারের মার। ওই ম্যাচে অবিশ্বাস্যভাবে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর মিরাজ-আফিফের প্রশংসা করছেন প্রায় সবাই। সিডন্সও তাদের গুণগান গেয়েছেন। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাসের কথাও ফুটে উঠেছে তার মুখে।

লিটন, মিরাজ, আফিফদের নিয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিডন্স বলেন, ‘আমি দুই ম্যাচে প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় দেখেছি; মিরাজ, আফিফ ও লিটন। ওরা মানসম্মত খেলোয়াড়, ক্লাসি ও শান্ত। যত খেলবে তারা ততই ভালো করবে। ধীরে ধীরে ওরা বড় ম্যাচগুলোতেও ভালো করবে।’

সিডন্স যোগ করেন, ‘এগুলো আমাদের ছেলেদের জন্য চাপের ম্যাচ। এই ম্যাচগুলো ওদের জিততে হবে। ওরা দাঁড়িয়েও যাচ্ছে, যা দেখলে ভালো লাগে। সিনিয়র প্লেয়াররাও কোনো না কোনো সময় দাঁড়িয়ে যাবে। কিন্তু জুনিয়রদেরও ওদের সাহায্য করা উচিত।’

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন