হোম ঢাকাফরিদপুর তফসিল ঘোষণা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের ‌ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনী তপশিল ঘোষণা হবার পর। তফশিলকে স্বাগত জানিয়ে ‌ আনন্দ মিছিল করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগ অফিস কার্যালয় হতে এক আনন্দ শোভাযাত্রা ‌ শহর প্রদক্ষিণ করে।

এটি ফরিদপুর পেসক্লাবের সামনে এসে শেষ হলে ‌ জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ শামীম হকের সভাপতিত্বে ‌ বক্তব্য রাখেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।

পথ সভায় বক্তারা সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত নির্বাচন হবে সবাই সেটা প্রত্যাশা করে। আর তাই ‌ প্রত্যেকটি দলকে ‌ নির্বাচনে অংশগ্রহণ করার ‌ আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে,এতে কোন সন্দেহ নেই। আওয়ামী লীগ যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন