হোম অন্যান্যসারাদেশ তথ্য-প্রযুক্তি আইনে মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির গ্রেপ্তার

তথ্য-প্রযুক্তি আইনে মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির গ্রেপ্তার

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ’তথ্য প্রযুক্তি’ আইনের মামলায় প্রভাষক মন্ময় মনিরকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম(বার) নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো: বুরহান উদ্দীন ও এসআই(নি:)) সুবীর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় মঙ্গলবার (২৩জুন) রাত সাড়ে ১১টার দিকে আসামী মন্ময় মনিরকে পৌরসবাধীন মুরারীকাটী গ্রাম্য এলাকা থেকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তি’ আইনে গ্রেফতারকৃতকে বুধবার (২৪জুন) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান। উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী এবং আওয়ামীলীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম সাহেবের মৃত্যু নিয়ে কটুক্তি (বড় বড় চোরদের মৃত্যুতে, রাষ্ট্র নায়কেরা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের!) করার অপরাধে প্রভাষক মন্ময় মনিরের নামে তথ্য প্রযুক্তি আইনে (যার নং-১১/১৪-০৬-২০ইং) মামলা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন