জাতীয় ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি আবেদ আলী (৫৭)।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রুকোনুজ্জামান জানান, আবেদ আলীর বাড়ি দিনাজপুরের কোতোয়ালী উপজেলার মুরাদপুর গ্রামে। বিডিআর বিদ্রোহ মামলার আসামি আবেদ আলী হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য গত বুধবার (৭ জুন) দুপুরে তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার হাজতি নং-১৩৬০৯/১৯। বাবার নাম মসির উদ্দিন।