জাতীয় ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হক (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন তিনি।
সোমবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে হাসপাতালটির নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় তার।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আব্দুল হক নামে ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ৩১ মে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় মেডিসিন বিভাগে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়েছে।
বাচ্চু মিয়া আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আব্দুল হকের বাবার নাম ওবায়েদ উল্লাহ পাটোয়ারী। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা এবং তার মামলার বিবরণ জানা যায়নি।