হোম জাতীয় ঢামেকে আসামির মৃত্যু

জাতীয় ডেস্ক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে শহীদ মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার থেকে কোর্ট পুলিশের মাধ্যমে হাজিরা দিতে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী ফয়সাল জানান, শহিদ মিয়া কাশিমপুর কারাগারের ছিলেন। আজকের তার হাজিরা থাকায় সেখানকার কোর্ট পুলিশ তাকে আদালতে নিয়ে যাচ্ছিল। পরে সে রাস্তায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শহীদের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ তাকে পুরান ঢাকার আদালতের পাশে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শহীদ নারী ও শিশু নির্যাতনের মামলা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন