জাতীয় ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার রাজমিস্ত্রি আনারুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন আদালতের বিচারক মেহেদি পাবেল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারকৃত রাজমিস্ত্রি আনারুল ইসলামসহ অজ্ঞাতদের আসামি করে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে সাউদ ইফখার বিন জহির।
মূলত টাকা-পয়সা লুট করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্বজনদের।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই অধ্যাপকের নির্মাণাধীন বাড়ির কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রির কাজ করতেন।
ওই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পে তার মালিকানাধীন প্লটে বাড়ি করার জন্য প্রকল্প সংলগ্ন দক্ষিণ পানিশাইল মোশারফ মৃধার বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
সেখানে থেকেই বাড়ি নির্মাণ কার্যক্রম দেখাশোনা করতেন। সেখান থেকে আনুমানিক ২০০ গজ দূরে মরদেহটি পাওয়া যায়। এর আগে ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সাইদা গাফফার।
কাশিমপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, ঢাকার সূত্রাপুরের কাগজিতলা এলাকার মৃত কিবরিয়া উল খালেকের স্ত্রী সাইদা গাফ্ফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি গাজীপুর মহানগরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবাসিক এলাকায় বাড়ি নির্মাণের কাজ করছিলেন। নির্মাণকাজ দেখাশোনার জন্য আবাসন এলাকার পাশেই একটি ভবনে ভাড়া থাকতেন তিনি।