হোম জাতীয় ঢাবির জিয়া হলের গেস্টরুমে শিক্ষার্থীদের মারধর

জাতীয় ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের গেস্টরুমে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে নিয়মিত এ ঘটনা ঘটছে বলে ভুক্তভোগীরা জানায়। অভিযুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে নিয়মিত রাতে গেস্টরুম বসায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এসময় সিনিয়রদের সালাম না দেওয়া, হ্যান্ডশেক না করা, প্রোগ্রামে যেতে সামান্য দেরি হওয়ার কারণে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধর ও অকথ্য ভাষায় কথা বলে।

তাদের মধ্যে, ইতিহাস বিভাগের আনিসুর, দর্শন বিভাগের নাফি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামিম, ইসলামিক স্টাডিজ বিভাগের রাইসুল, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সজিব, ফারসি বিভাগের জহিরুল, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের শাকিল অন্যতম।

নাম প্রকাশ না করার শর্তে হলের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস খোলার পর থেকে সুবাইল গ্রুপের বড় ভাইয়েরা নিয়মিত গেস্টরুম করান। সেখানে তারা বড় ভাইদের সালাম না দেওয়া, হ্যান্ডশেক না করা, প্রোগ্রামে যেতে সামান্য দেরী হওয়া কারণে মারধর করে। সপ্তাহে তিন চারদিন গেস্টরুম নেয়। প্রতিবারই তারা কারো না কারো মারধর করে। এছাড়া পিতামাতার নাম নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজও করেন।

তবে, এ ঘটনা আর হবেনা বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও হল কমিটির পদ প্রত্যাশী নেতা আব্দুল্লাহ আল সুবাইল। তিনি বলেন, ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওদের সাথে বসেছি। গায়ে হাত দেওয়ার বিষয়টি সঠিক নয়। এমনি একটু উচ্চস্বরে কথা হয়েছে। আর এরকম থাকবে না।

তবে, বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন