জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য মেলেনি।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ হলের মাঝামাঝি রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিপরীত রাস্তা থেকে ককটেল নিক্ষেপের পর জড়িতরা নীলক্ষেত-নিউমার্কেটের দিকে পালিয়ে যায়।