হোম ফিচার ঢাবিতে সাবেক শাবিপ্রবি শিক্ষার্থীদের সমাবেশ

শিক্ষা ডেস্ক :

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।

সমাবেশের ব্যানারে লেখা ছিল, ‘২৪টি তাজা প্রাণ বাঁচাতে ও শাবি ভিসির পদত্যাগের দাবিতে সমাবেশ’। এই কর্মসূচিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। একই দাবিতে ১৭ জানুয়ারিও রাজু ভাস্কর্যে সমাবেশ করেছিলেন তারা।

সমাবেশে সাবেক শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা বলেন, ’শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের সমর্থন না করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মরিয়া। কারণ এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ে থেকে না গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করবেন।’

তারা আরও বলেন, ‘ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের দাবি না মেনে বেহায়ার মতো গদি আঁকড়ে আছেন। তার সহযোগী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক। এই বেহায়া উপাচার্যের অপসারণ আমাদের একমাত্র দাবি। এই স্বৈরাচারী উপাচার্যকে আমরা আর পদে দেখতে চাই না।’

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবির মিশুক-মনির চত্ত্বর, শহীদ মিনার, দোয়েল চত্ত্বর, বাংলা একাডেমি অতিক্রম করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এদিকে, শুক্রবার সকালে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নরসিংদীতে বসবাসরত প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিভিন্ন নেতিবাচক উদ্যোগ ও কর্মকাণ্ড তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন