বাণিজ্য ডেস্ক:
প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ছায়া জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন হয়ে চলবে ২২ জুলাই পর্যন্ত।
সম্মেলনটির এ বছরের মূল প্রতিপাদ্য-‘সাম্যভিত্তিক সরকার ব্যবস্থার পথে: অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য তথ্য নির্ভর রূপান্তরকল্প’।
চারদিনের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের পাশাপাশি বহির্বিশ্ব থেকে আগত ৫০০ অংশগ্রহণকারীর আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করবে। এই সম্মেলনে বিভিন্ন দেশের ৫০০ শিক্ষার্থী একত্রিত হয়ে বিশেষভাবে জটিল বৈশ্বিক সমস্যাগুলি সম্পর্কে আলোচনা, বিতর্ক এবং পরামর্শ করবে।
গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২ এ বাংলাদেশে সর্বপ্রথম ইকুইটি পলিসি অন্তর্ভুক্ত করা হয়; ২০২৩ সালে যা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। রোববার (৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে ডিউমুনা প্রেসিডেন্ট ফারিহা ফাইয়াজ ১২টি কমিটির কথা উল্লেখ করেন, যেখানে ৫টি কমিটি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এই পাঁচটি কমিটি হলো: ইউনাইটেড নেশনস গার্লস এডুকেশন ইনিশিয়েটিভ (ইউএনজিইআই), জি টুয়েন্টি লিডারস সামিট, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল টেরোরিজম কমিটি (ইউএনএসসিটিসি), ইউনাইটেড নেশনস স্ট্যাটিসটিক্যাল কমিশন (ইউএনএসসি), এক্সিকিউটিভ কমিটি অব দা ন্যাশনাল ইকনোমিক কাউন্সিল (একনেক)।
প্রতিদ্বন্দ্বিতামূলক কমিটিগুলোর পাশাপাশি একমাত্র অপ্রতিদ্বন্দ্বিতামূলক কমিটি হিসেবে আছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অরগানাইজেশান (ইউএনসিআইও)। জি টুয়েন্টির লিডার্স সামিটে বাংলাদেশের ছায়া জাতিসংঘের সার্কিটে প্রথমবারের মতো এসেছে ডাবল ডেলিগেশন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিইউমুনার সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে জামান, সহসভাপতি তাসনিয়া নাজমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম নাহিয়ান ইসলাম এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আসিফুজ্জামান।