হোম জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা

জাতীয় ডেস্ক:

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ পার্থনার আয়োজন করে।

এসময় গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে সৃষ্টিকর্তার কাছে বিশ্বে যুদ্ধ বন্ধ এবং দলমত নির্বিশেষে সবাই যেন শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনা করা হয়।

এদিকে, রাজধানীর রাজারবাগে বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে দুর্গাপূজা মণ্ডপেও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিগত কয়েক দিনের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন