হোম ঢাকা ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি, ঝুলে রইলো রিকশাচালক সুজনের মনোনয়ন

ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি, ঝুলে রইলো রিকশাচালক সুজনের মনোনয়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তবে প্রথম তালিকায় স্থান পাননি কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচিত রিকশাচালক সুজন। যদি তার মনোনয়ন ফরম নেওয়া ঢাকা-৮ আসনে এখনও কাউকে চূড়ান্ত করেনি দলটি। ফলে এই আসন থেকে রিকশাচালক মোহাম্মদ সুজন দলীয় মনোনয়ন পাবেন কিনা, সেটি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। তিনি জানান, চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় তার দল।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা এখনও কিছু আসন খালি রেখেছি। সেখানে জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ক্লিন ইমেজের ব্যক্তিদের স্থান দেওয়া হবে।”

উল্লেখ্য, আলোচিত রিকশাচালক সুজন ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) এনসিপি থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন