হোম জাতীয় ঢাকা-১৭ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ১৩ জন

জাতীয় ডেস্ক:

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ প্রার্থী।

বৃহস্পতিবার (১৫ জুন) শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

নিজের মনোনয়নপত্র জমা দিয়ে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশা জানান আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মাদ এ আরাফাত। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টা চালাবে সাম্প্রদায়িক অপশক্তি। তারা মাঠে থাকুক বা না থাকুক, লড়াইটা কিন্তু থাকবেই। তবে নৌকাকে আমরা হারতে দেব না, আমাদের নেত্রীকে হারতে দেব না।’

মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিরো আলমসহ অন্যরাও। এ সময় রওশন এরশাদপন্থি প্রার্থী যথাযথ বিধি মানেননি বলে অভিযোগ করেন জিএম কাদেরপন্থি জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমান। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচনী পর্ষদ অনুযায়ী নির্বাচিত হয়ে এসেছি। কিন্তু অন্যজন নির্বাচনী পর্ষদের মাধ্যমে আসেননি। অর্থাৎ, অন্য প্রার্থী সঠিক প্রক্রিয়াটি অবলম্বন করেননি।’

জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, আইন বিধি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

মুনীর হোসাইন খান বলেন, ‘সব নির্বাচন যেভাবে গুরুত্ব দিই, সেভাবে এটাকে সমান গুরুত্ব দেব। বরং এটাকে আরও বেশি গুরুত্ব দেব। অনেক দিন পর আমরা ব্যালটে নির্বাচন করছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব।’

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আজ (বৃহস্পতিবার, ১৫ জুন), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন, আর ভোট গ্রহণ করা হবে ১৭ জুলাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন