হোম জাতীয় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন: সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে: ইসি সচিব

জাতীয় ডেস্ক:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আগামী ১৭ জুলাই একইদিনে বেশ কিছু পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে ইসি।

দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইসি সচিব। তিনি বলেন, একদিকে ডিপ্লোম্যাটিক জোন, তার ওপর অভিজাত এলাকা একই সঙ্গে বস্তি এলাকা এই তিনটি বিষয় মাথায় রেখে ব্যালটের এই ভোট সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন। এ ছাড়া একইদিনে আরও যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে সেখানেও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, উপনির্বাচন হলেও নিরাপত্তার এতটুকু ছাড় দেবেন না তারা। নিজেদের নিরপেক্ষতা প্রমাণের শতভাগ নিশ্চয়তা দেন তিনি।

এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ নিরাপেক্ষতা দেখাতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবেন (পদত্যাগ করবেন) বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ আটজন প্রার্থী লড়ছেন ভোটে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

গত ১ জুন ইসি সচিব মো. জাহাংগীর আলম এ উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন। এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই।

তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন ছিল ১৫ জুন, যাচাই-বাছাই করা হয় ১৮ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ছিল ২৫ জুন পর্যন্ত।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন