নড়াইল অফিস :
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বাস্তবায়নাধীন ঢাকা-যশোর রেল লাইনে নড়াইলের নারাণদিয়া পয়েন্টে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, আন্ডারপাস নির্মান না করে রেল লাইন স্থাপনের ফলে নড়াইলের জয়পুর ইউনিয়নের নারাণদিয়া, কুরুলিয়া, কৃষ্ণপুর, জয়পুরসহ আপপাশের ৪/৫ গ্রামের মানুষের লোহাগড়া উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাছাড়া ২৫ ফিট উঁচু রেল লাইন ডিঙ্গিয়ে নারানদিয়া গ্রামের দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীদের ও বিদ্যালয়ে আসা যাওয়া দুরুহ হয়ে পড়েছে, সবচেয়ে বেশি ভোগন্তি পোহাতে হচ্ছে বয়বৃদ্ধদের।
এ নিয়ে বিভিন্ন সময় কৃতপক্ষের দ্বারস্থ হলেও সমস্যা সমাধোনে কোন পদক্ষেপ না নেয়ায় ভূক্তভোগী এলাকাবাসি শনিবার মানববন্ধন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ভূক্তভোগী শিক্ষক-শিক্ষার্থী এলাকাবাসী এতে অংশ নেয়।
এ সময় স্থানীয়দের দুর্দশা লাঘোবে দ্রুত আন্ডার পাস নির্মানের দাবি জানানো হয়।