হোম অন্যান্যস্বাস্থ্য ঢাকা মেডিকেলে কয়েদি ও হাজতির মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদি ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) সকাল ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে শাহ আলম ও শনিবার দিবাগত রাতে হান্নান মিয়ার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহ আলমের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন তিনি। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো। ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের ৭০১ নম্বর ওয়ার্ডে। সেখানেই সকালে মারা যান তিনি।

অন্যদিকে, কুমিল্লার কোতয়ালী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। তার বাড়ি বেতাগী উপজেলার গাজীপুর গ্রামে। চিকিৎসার জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। গতকাল শনিবার তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন