হোম জাতীয় ঢাকা মেডিকেলে অজ্ঞাতপরিচয় মরদেহ

জাতীয় ডেস্ক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলার করিডোর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের ২য় তলার ওয়ার্ড মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, গত শুক্রবার রাত থেকে ২২০ নম্বর ওয়ার্ডের করিডোরে অবস্থান করছিলেন ওই ব্যক্তি। আজকে তাকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কর্মচারীরা তাকে খবর দেয়। তখন তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন