হোম বিনোদন ঢাকা পেরিয়ে এখন কলকাতায় চঞ্চল ও ফারিণ

ঢাকা পেরিয়ে এখন কলকাতায় চঞ্চল ও ফারিণ

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

বিনোদন ডেস্ক:
ঢাকাই নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত দুই বাংলায় বিস্ময় জাগানিয়া ওয়েব সিরিজ ‘কারাগার’-এর কথা ভুলে যাওয়ার কথা নয়। বরং ঘুরে ফিরে এখনও আলাপ ওঠে, এমন সিরিজ আজকাল আর হচ্ছে না কেন! হতে পারে এমন অভাববোধ থেকে ‘কারাগার’ সিরিজের একটি প্রতিচ্ছবি মিলবে টলিউডের বড় পর্দা হয়ে বিশ্ববাজারে।

কারণ, এরমধ্যে ‘কারাগার’ পেরিয়ে জুটি চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ কলকাতায় কোনও একটা গোপন রেসিপি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের হেড সেফ হিসেবে আছেন ‘পিংক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। যিনি সর্বশেষ ‘ডিয়ার মা’ নির্মাণ করে প্রশংসা কুড়ানোর সুযোগ দিয়েছেন ঢাকার আরেক অভিনেত্রী জয়া আহসানকে। যে সিনেমার প্রচারণা করেছেন খোদ অমিতাভ বচ্চন!

জয়ার পর্ব শেষ হতে না হতেই সেই অনিরুদ্ধ এবার ডেকে নিয়েছেন ‘কারাগার’ তথা ঢাকার দুই অভিনেতা চঞ্চল-ফারিণকে। বিষয়টি বেশ গোপনই ছিলো। এমনকি দুই শিল্পীও একে অপরের কথা জানতেন না, অনুরুদ্ধর সঙ্গে সরাসরি বৈঠকের আগে।

এখন কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন চঞ্চল। একই সময়ে ফারিণও রয়েছেন কলকাতা শহরে। ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল দুই ঢাকাই তারকাকে। সেখান থেকেই মূলত তাদের নতুন রেসিপির বিষয়টি ফাঁস হয়।

পশ্চিমবঙ্গের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে চঞ্চল ও ফারিণকে। চলছে আলোচনা ও প্রস্তুতি।

এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি। পুরোটাই কাকতালীয়। ও (ফারিণ) জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে। টোনিদার (অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও (ফারিণ) এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। টোনিদার সঙ্গে মিটিংয়ে যাওয়ার পর দেখা হয় আমাদের এবং তখন জানতে পারি দুজনেই এখানে আছি! ব্যাপারটা বেশ মজার হলো।’

বাংলাদেশি দুই তারকা যখন একসঙ্গে মিটিংয়ে ছিলেন, তবে কি এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দুজনকে একই ছবিতে দেখতে পাবেন দর্শকরা? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করবো।’

ইতিমধ্যে টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সর্বশেষ সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে। অন্যদিকে, তাসনিয়া ফারিণের সিনেমার অভিষেকই হয় সেখানকার অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন