হোম জাতীয় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক ফাঁকা

জাতীয় ডেস্ক:

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক ফাঁকা। যাত্রীবাহী যানবাহন খুবই কম, তবে বাস ছাড়া অন্য যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মৌচাক এবং সাইনবোর্ড, সিলেট মহাসড়কের ভূলতা, রূপসী এলাকায় এমই চিত্র দেখা গেছে।

সরেজমিন অন্য দিনের চেয়ে আজ যানবাহন ও যাত্রীর চাপ কম। যে অল্পকিছু যাত্রী রয়েছে, তাদের বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি। মহাসড়কের কেওঢালা এলাকায় র‌্যাব-১১ ও বন্দর থানা পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়াও কাঁচপুর, শিমরাইল, সাইনবোর্ড এলাকায় থানা ও পুলিশের উপস্থিতি দেখা যায়।

সাইনবোর্ডে কথা হয় মো. শরীফুল রহমাসের সঙ্গে। তিনি বলেন, মনে করেছি, ঢাকা যেতে কষ্ট হবে। কিন্তু তেমন কিছুই হয়নি। সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ তৎপরতা তেমন নয়।

এক পরিবহনের চালক জানান, গাড়ির চাপ কম থাকায় অল্প সময়ে গন্তব্যে যাওয়া যাচ্ছে। কোনো রকম ঝামলা হচ্ছে না। তবে যাত্রীর সংখ্যা খুবই কম।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন