মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মহামারি করোনাকালীন সময়ে সরকারের লকডাউন উপেক্ষা করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে রাতে সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একাধিক কোচ মণিরামপুর হয়ে ঢাকায় যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার ওপর স্বাস্থ বিধি না মেনে যাত্রীবহন করায় সংক্রমন আরো হুমকির মুখে পড়েছে। ফলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে মনিরামপুর থেকে যাত্রীবাহী তিনটি কোচ আটক করে।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, মহামারি করোনাকালীন সময়ে দুরপাল্লার গণপরিবহনের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেন। সে মোতাবেক দুরপাল্লার সকল গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বেশ কয়েকটি কোচ মনিরামপুর হয়ে ঢাকায় যাতায়াত করছে। এমন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশ মঙ্গলবার রাত ১১ টার দিকে পৌরশহরে পাবলিক লাইব্রেরীর মোড়ে অভিযান চালান।
এ সময় যাত্রী উঠানোর সময় পুলিশ গ্রীনবাংলা পরিবহনের দুইটি কোচ এবং ঠিকানা পরিবহনের একটি কোচ আটক করে। ওসি রফিকুল ইসাম জানান, তিনটি কোচ আটকের পর যশোর ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাস্তফা জানান, সরকারের আদেশ অমান্য করার অপরাধে আটক তিনটি কোচের(মালিক এবং চালক) বিরুদ্ধে মামলা করা হচ্ছে।