হোম খুলনাসাতক্ষীরা ঢাকায় মাছ বহনকারী ট্রাক থেকে সব লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ঢাকায় মাছ বহনকারী ট্রাক থেকে সব লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা থেকে ঢাকায় মাছ বহনকারী ট্রাক থেকে কোস্ট গার্ডের সহযোগিতায় মাওয়া ও পাগলা বিসিজি স্টেশন এলাকায় মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাওয়া বিসিজি স্টেশনের জিনায়েত হোসেন ও পাগলা বিসিজি স্টেশানের ইমরান হোসেনের নেতৃতে মাওয়া-পাগলা বিসিজি স্টেশনের প্রধান সোর্স রাজিবের সহযোগিতায় মাছ বহনকারী ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হচ্ছে। আর এই লুটের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা এসময়, এ ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধসহ মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন