হোম জাতীয় ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক :

রাজধানী ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ‘সর্বশেষ বিদ্যুৎ রিস্টোর হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, মোহাম্মদপুর, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রীসহ বেশকিছু এলাকায়।’

তিনি বলেন, ‘পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাজধানীতে সব লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হতে আরও সময় লাগতে পারে।

তিনি বলেন, ঢাকায় লোড বেশি হবার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।

অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন