হোম অন্যান্যসারাদেশ ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার খুনের ঘটনায় গ্রেফতার ২

অনলাইন ডেস্ক:

বাসা পরিবর্তনের মালামালসহ পিকআপ নিয়ে রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারে ওঠার সময়ে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হওয়ায় ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০১ অক্টোবর) ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) মোহাম্মদ মোর্শেদ আলম।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, এ ঘটনার পর উত্তরা বিভাগ ও ডিএমপি ডিজিটাল মাধ্যম, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং অপরাধ সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, মাদকের সাথে ছিনতাই অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। যে কোনো মূল্যে মাদকের টাকা জোগাড় করতে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মত ঘটনা। আর ছিনতাইকারীকে প্রতিহত করতে গিয়েও পড়তে হচ্ছে মৃত্যু মুখে। এমনি ঘটনা ঘটেছে দেলোয়ার হোসেনের সঙ্গে। বাসা পরিবর্তনের মালামাল নিয়ে পিকআপে করে যাওয়ার সময় রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারে চলন্ত গাড়িতে উঠে পড়ে মোবাইল ও টাকা ছিনতাইকারীরা। তাদেরকে নিজেরাই প্রতিহত করছিলেন দেলোয়ার হোসেন ও তার আরেক ভাই আনোয়ার হোসেন। পাকড়াও করে ছিনতাইকারীকে। কিন্তু তখনই চলে আসে ছিনতাইকারীর আরও দুই সহযোগী। ধস্তাধস্তি ও ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরির আঘাতে দুই ভাই গুরুতর জখম হন। হাসপাতালে নেয়া হলে দেলোয়ার হোসেনকে মৃত. ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর উত্তরা বিভাগ, ডিএমপি ডিজিটাল মাধ্যম ও তথ্য প্রযুক্তির সহায়তায় ও অপরাধ সংশ্লিষ্ট এলাকার সিসি টিভির ফুটেজ পর্যালোচনার মাধ্যমে খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতেতে ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি মো. রফিককে (৩৮) রাজধানীর দক্ষিণ খানের একটি বস্তি থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি মো. নাসিরকে (২০) পুরাতন কচুক্ষেত সংলগ্ন সাগরিকা বস্তি থেকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

মোহাম্মদ মোর্শেদ আলম আরও বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে জানা গেছে, আগে থেকেই উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ছিনতাইয়ের ঘটনা রোধে কর্তৃপক্ষ সদা প্রস্তুত আছে বলেও জানান তিনি।

গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন