রাজনীতি ডেস্ক:
নির্বাচনের আনন্দে ভাসছে রাজধানী ঢাকা। একদিকে হরেক প্রতীক আর প্রার্থীর পোস্টার; অন্যদিকে ঢাক-ঢোলের বাদ্যে প্রচার-প্রচারণা। সব মিলিয়ে সময় যতো গড়াচ্ছে, ততোই যেন বাড়ছে নির্বাচনের আমেজ। কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের উচ্ছ্বাস-আগ্রহ ক্রমেই বাড়ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সারাদেশের মতো সরগরম ঢাকার নির্বাচনী মাঠ। ভোটারদের মন কাড়তে রাত-দিন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নৌকার প্রার্থীরা। নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে কর্মীসভায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবারও নৌকা প্রতীকে ভোট চান ঢাকা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই দাবি করে বিএনপি-জামায়াতকে বয়কটের আহবানও জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি বিশ্ববাসীকে নিরপেক্ষ ও স্বতন্ত্র নির্বাচন উপহার দিতে চান শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের আন্দোলন সফল হবে না। অতীতেও তাদের আন্দোলন সফল হযনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। কেউ এ নির্বাচন বানচাল করতে পারবে না।
সকালে রাজধানীর ঝিগাতলার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস নৌকার প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চান।
পরে ঝিগাতলা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন ফেরদৌস। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের। তাকে ঘিরে মানুষের মাঝে ভিন্ন রকমের উচ্ছ্বাস দেখা যায়।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গণসংযোগ চালিয়েছেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন নৌকার এ প্রার্থী।
এছাড়া ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম জনসংযোগ চালিয়েছেন। বিশাল ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। উৎসবমুখর পরিবেশে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন দুজন।