শিক্ষা ডেস্ক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকরা তার মুক্তির দাবি করেন।
পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুস সামাদ ও আইন বিভাগের সভাপতি ড. নুরুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়া ড. আব্দুর রহমান আনোয়ার, ড. নজিবুল হক ও ড. মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিষদের সাধারণ সম্পাদক ড. ইদ্রীস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে ঢাবি শিক্ষক তাজমেরী ইসলামকে জেলে পাঠানো জাতির জন্য লজ্জাজনক। তাকে গ্রেফতার মানে জাতির বিবেককে গ্রেফতার করা। আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
এসময় সু-চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ প্রেরণের দাবি জানায় তারা।