হোম জাতীয় ড. ইউনূসের পক্ষ থেকে মোদির জন্য উপহার গেল হাঁড়িভাঙা আম

ড. ইউনূসের পক্ষ থেকে মোদির জন্য উপহার গেল হাঁড়িভাঙা আম

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হচ্ছে। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রেই এ খবর নিশ্চিত করা হয়েছে।

আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে, খুব শিগগিরি সেটা প্রধানমন্ত্রী মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে‍ পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে সম্প্রতি শীতলতার আভাস দেখা গেলেও দুই দেশের সরকারপ্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য ঠিকই বজায় আছে, এই প্রীতি উপহার তারই প্রমাণ।

দিনদুয়েক আগেই মোদির নিজের রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন। এর আগে গত মাসে কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর হত ১১ মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার অবশ্য মাত্র একবারই সশরীরে বৈঠক হয়েছে– যেটা হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে।

প্রসঙ্গত, আমের মৌশুমে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের আম উপহার পাঠানোর এই রেওয়াজ শুরু হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই আমলে। দেখা যাচ্ছে, হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারও সেই কূটনৈতিক পরম্পরা বজায় রেখেছে।

শেখ হাসিনা অবশ্য শুধু দিল্লিতেই নয়, ভারতে বাংলাদেশের দুই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের আম পাঠাতেন। ড. ইউনূসের আমলে এবারেও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

জানা গেছে, প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস।

উল্লেখ্য, বছর কয়েক আগে বলিউড চিত্রতারকা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন যে আম তার সবচেয়ে প্রিয় ফল।

তথ্যসূত্র:-বাংলা ট্রিবিউন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন