জাতীয় ডেস্ক:
রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে মালামাল তোলা ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও একজন।
শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ডেমরার সানারপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা জানান, সানারপাড়ের কোদালদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের ৭ তলায় ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর ২টার দিকে ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে ওপরে ওঠানো হচ্ছিল। মালামাল নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।
আহত অপর ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।