হোম অন্যান্যসারাদেশ ডেঙ্গেু প্রতিরোধে নড়াইল পৌরসভার মশক নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন

নড়াইল অফিস :

ডেঙ্গু প্রতিরোধে নড়াইল পৌরসভার মশক নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাসভবন চত্তরে নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার সভাপতিত্বে নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি জহিদ হাসান, পৌরসভার প্রকৌশলী লক্ষিকান্ত হালদার, ইঞ্জিনিয়ার মোঃ সুজন আলী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,কাউন্সিলর কাজী জহিরুল হক,মোঃ বাবুল,ইপি রানী,হিসাব রক্ষক মোঃ সাইফুজামান, তুষার,রানাসহ পৌরভার কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার বলেন,আমার নির্বাচনী ইস্তিহারে উল্লেখ ছিলো নড়াইল পৌরসভার মানুষদের ভালো ভাবে বসবাস করার ব্যাবস্থা করা।

তারই অংশ হিসাবে আজ এই মশক নিধনের স্প্রে করার কার্য্যক্রম হাতে নিয়েছি। প্রশাসকের বাসভবন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্য্যালয় হয়ে আদালত চত্তর, জেলা জজের কার্য্যালয় ও বাসভবনের মাধ্যমে শুরু হল পরবর্তিতে পৌরসভার সকল ওয়ার্ডে মশক নিধনের স্প্রে করা হবে। যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন